19-21 ডিসেম্বর 2024 তারিখ সিলেট ক্যাডেট কলেজ প্রাঙ্গনে সিলেট ক্যাডেট কলেজের ওলড ক্যাডেটদের 9ম পুনর্মিলনী অনুষ্ঠান (9TH OCAS) অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠান স্থলে সেনা কল্যান সংস্থার উৎপাদিত পন্য ও সেবা সমূহের বিক্রয় এবং প্রচারনার জন্য একটি স্টল স্থাপন করা হয়েছে। সেনা কল্যান কনস্ট্রকাশনস্ এন্ড ডেভেলপমেন্টস্ লিঃ (এসকেসিডি) এর নির্মানাধীন এবং আপকামিং বিভিন্ন প্রজেক্টের
প্রচার ও ফ্ল্যাট বিক্রয়ের জন্য এসকেসিডি উক্ত স্টলে অংশগ্রহন করেছে।